অবশেষে নিহত যুবকের লাশ হস্তান্তর করলো বিএসএফ
- সিলেট প্রতিনিধি
- প্রকাশঃ ১২:৩৫ এম, ০৯ মার্চ ২০২৫

সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে নিহত শাহেদ আহমদের লাশ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)।
শনিবার (৮ মার্চ) রাত পৌনে ৯টার দিকে বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী লোভাছড়া এলাকা দিয়ে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি ও ভারতের সীমান্ত রক্ষী বিএসএফের উপস্থিতিতে সীমান্তের ১৩২৩ নং পিলারের কাছে মেঘালয় রাজ্য পুলিশ বাংলাদেশের পুলিশের কাছে লাশটি হস্তান্তর করে। বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি।
কানাইঘাট থানার ওসি (তদন্ত) আবু সায়েম জানান, পতাকা বৈঠকের পর শাহেদ আহমদের লাশ বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। লাশ থানায় নিয়ে আসার পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে শাহেদ আহমদসহ কয়েকজন কানাইঘাট সীমান্তের মঙ্গলপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের লাইজুরি এলাকায় অনুপ্রবেশ করে। পরে সেখান দ্বন্দ্বের একপর্যায়ে ভারতীয় খাসিয়ারা শাহেদকে হত্যা করে।
নিহত শাহেদ আহমদ লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী মঙ্গলপুর আলুবাড়ি গ্রামের মশাহিদ আলীর ছেলে।