চাঁদপুরে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ


March25 Naeem/chandpur-news.jpg

 

এর মধ্যে আগুনে মারাত্মক দগ্ধ চার জনকে ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এ ছাড়া দুই জন ভর্তি আছেন চাঁদপুর জেনারেল হাসপাতালে। রবিবার ভোরে শহরের কোরালিয়া রোড রুস্তম বেপারী বাড়ির চতুর্থ তলায় এই দুর্ঘটনা  ঘটে।


অগ্নিদগ্ধ ছয় জনের মধ্যে আব্দুর রহমান সরদার (৬৫), তার স্ত্রী শাহানুর বেগম (৫৫), পুত্রবধূ খাদিজা আক্তার (৩২) ও ছোট ছেলে মঈন (১৮) নামে চার জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পাঠান কর্তব্যরত চিকিৎসক।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আব্দুর রহমানের বড় ছেলে ইমাম হোসেন সরদার (৩২) ও মেজ ছেলে মিরাজের স্ত্রী দিবা আক্তার (২১) নামে আহত আরও দুই জন। গ্যাস লাইন লিকেজ থেকে এমন বিস্ফোরণ হয়েছে বলে ধারণা স্বজনদের।

আব্দুর রহমান সরদারের ভাগিনা শাহ আলম জানান, পরিবারের লোকজন ভোরে সেহরি খাওয়ার জন্য ওঠেন। এ সময় রান্নাঘরে চুলা জ্বালাতে গেলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে রান্না ঘরসহ কয়েকটি কক্ষের আসবাবপত্র ও লেপ-তোশক পুড়ে যায়। গুরুতর আহত ছয় জনকে দ্রুত সদর হাসপাতালে নেওয়া হয়। ভবনের প্রতিবেশীদের সহায়তায় আগুন নেভানো হয়।

ওই ভবনের পাশের ফ্লাটের প্রতিবেশী নাজনিন নিহা ও রাশিদা বেগম বলেন, ভোরে বিকট শব্দ শুনে আমরা ছুটে আসি। মনে হলো বিল্ডিং ভেঙে পড়েছে। এখানে এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চাঁদপুর সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. মাহমুদুল হাসান জানান, ঢাকায় যাদের প্রেরণ করা হয়েছে, তাদের মধ্যে কারও ৫০ ও কারও ৬০ ভাগ পুড়েছে। চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন দুই জনের ২০ ভাগ পুড়েছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×