রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্রকে অব্যাহতি


March25 Naeem/rangpu.jpg

চাঁদা দাবির অভিযোগ ওঠায় এবং এ সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর মুখপাত্র নাহিদ হাসান খন্দকারকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) গভীর রাতে সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

রংপুর মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহামেদ ইমতি, সদস্য সচিব রহমত আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের   অভিযোগে মহানগর মুখপাত্র নাহিদ হাসান খন্দকারকে অব্যাহতি প্রদান করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটি থেকে নাহিদ হাসান খন্দকারকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার রাতে সংগঠনটির মিডিয়া সেল সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। তিনি মহানগর কমিটির মুখপাত্র ছিলেন।

এদিকে নাহিদ খন্দকারকে অব্যাহতি প্রদানের বিষয়টি নিশ্চিত করে মহানগর কমিটির মুখ্য সংগঠক আলী মিলন জানান, কমিটির মুখপাত্র পদ থেকে নাহিদ হাসান খন্দকারকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে কেন্দ্রীয় কমিটি। তারা সাংগঠনিক ব্যবস্থা নেবে।

উল্লেখ্য, সম্প্রতি একটি অবৈধ বালু মহালে গিয়ে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় তোলপাড় শুরু হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে ওই বালু মহালের মালিক আজহারুল ইসলাম তড়িঘড়ি জমির মালিক তিনি বলে দাবি করে সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি দাবি করেন, তার জমি জবর দখল করে জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগ করে প্রশাসন কোনও ব্যবস্থা না নেওয়ায় তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুরের নেতাদের কাছে অভিযোগ করলে তারা সেখানে যাওয়ার পর পরিকল্পিতভাবে টাকা দাবি করার বক্তব্য ভিডিও করে ছড়িয়ে দেওয়া হয়েছে।

এদিকে চাঁদা দাবির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নাহিদ হাসানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। অবশেষে তাকে অব্যাহতি দেওয়া হলো। তবে চাঁদা দাবির অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে কি না তা উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে জানতে নাহিদ হাসানের মোবাইল নম্বরে কল করলেও তিনি রিসিভ করেননি।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×