ছাত্রদল সভাপতির রগ কেটে আটকে রাখে বিএনপি নেতারা


March25 Naeem/image-537245-1741500301.jpg

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আসাদুল্লাহকে কুপিয়ে হাত-পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষরা। আহত ছাত্রদল নেতাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৮ মার্চ) রাত ১০টার দিকে নিয়ামতি বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য নিয়ে আসাদুল্লার সঙ্গে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাম মৃধা এবং যুগ্ম আহ্বায়ক শাহীন ফরাজীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের সূত্র ধরে শনিবার রাতে বাজারে পেয়ে তাদের নেতৃত্বে ৭ থেকে ৮ জনের একটি দল দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে অবরুদ্ধ করে রাখে আসাদুল্লাহকে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ছাত্রদল নেতাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, স্থানীয়ভাবে জানা গেছে উভয় গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। আসাদুল্লাহকে একা পেয়ে প্রতিপক্ষ কুপিয়ে জখম করে। অভিযুক্তদের গ্রেপ্তারে আমরা অভিযান চালাচ্ছি।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×