তুচ্ছ ঘটনায় নারী পুলিশ সদস্যকে পেটাল গাড়িচালক


Jan 2025/Feb 2025/nari-savar-1741546327.webp

সাভারে তুচ্ছ ঘটনায় এক নারী কনস্টেবলকে লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহর গাড়িচালক সোহেল বাবুর বিরুদ্ধে।

রোববার দুপুরে থানা রোডে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ মারধরের ঘটনা ঘটে। আহত ওই পুলিশ সদস্যকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। মারধরের শিকার ওই নারী কনস্টেবল সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ওই নারী কনস্টেবলের নাম ইতি খানম। তিনি গাজীপুরের কালিয়াকৈর থানায় কর্মরত আছেন এবং সাভার মডেল থানার কোয়ার্টারে পরিবার নিয়ে বসবাস করেন বলে জানা গেছে। অন্যদিকে অভিযুক্ত সোহেল বাবু সাভার পৌর এলাকার ভাগলপুর মহল্লায় থেকে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহর গাড়িচালক হিসেবে চাকরি করে।

থানায় লিখিত অভিযোগ থেকে জানা যায়, ভুক্তভোগী নারী পুলিশ কনস্টেবল সাভার থানা রোডে রিকশাযোগে যাওয়ার পথে সাইড চাওয়ায় ক্ষিপ্ত হয়ে গাড়ি চালক সোহেল বাবু লোহার রড দিয়ে ওই নারী কনস্টেবলকে এলোপাথাড়িভাবে পিটিয়ে রক্তাক্ত করে। পরে স্থানীয়রা ওই নারীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মারধরের শিকার ওই পুলিশ কনস্টেবল জানান, আমি কালিয়াকৈর থানায় নারী ও শিশু ভিকটিম সাপোর্ট সেন্টারে কর্মরত আছি। দুপুরে কর্মস্থলে যাওয়ার পথে আমার প্রতিবন্ধী বাচ্চাকে রেখে আসতে দেরি হওয়ায় থানা রোডে জ্যামে পড়ি। তাই রিকশা চালককে দ্রুত এক পাশ দিয়ে যেতে বলি। এসময় সোহেল নামের ওই ড্রাইভারকে অনুরোধ করে বলি, ভাই আমি পুলিশের লোক, কালিয়াকৈর থানায় আমার ডিউটি চলে। আমাকে একটু সাইড দিয়ে যেতে দেন। একথা বলার সঙ্গে সঙ্গে সে আমাকে ও পুলিশকে নিয়ে বকা দেয় আর আমাকে লোহার রড দিয়ে এলোপাথারিভাবে মারতে শুরু করে। রিকশায় বসা অবস্থায় সমানে আমর দুই পায়ে পিটাতে থাকলে স্থানীয়রা আমাকে উদ্ধার করেন। পরে হাসপাতালে গিয়ে এক্স-রে করেছি, আমার পা ফ্যাক্সার হয়ে গেছে। এ ঘটনায় আমি সাভার থানায় অভিযোগ করেছি।

এদিকে মারধরের বিষয়ে অভিযুক্ত সোহেল বাবুর গাড়ির মালিক সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ জানান, আমি গাড়িতে ছিলাম না। ঘটনাটি শুনে ওর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে বলেছি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, নারী পুলিশ কনস্টেবলকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। উদ্দেশ্যমূলকভাবে সাভার থানা রোডে তার ওপর হামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×