সালথায় আসামি ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩


Jan 2025/Feb 2025/image_170607_1741554560.webp

ফরিদপুরে সালথায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ মার্চ) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামের আওয়াল শিকদার (৬০), ফরিদ শিকদার (৩৩) ও সাকিব মাতুব্বার (২৩)।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার (৮ মার্চ) বিকেলে উপজেলার সোনারপুর ইউনিয়নের ফুকরা গ্রামে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি বাবুল শিকদারকে গ্রেপ্তার করে সালথা থানা পুলিশের একটি দল। এ সময় স্বজনরা পুলিশের ওপর হামলা চালিয়ে বাবুলকে ছিনিয়ে নিয়ে যায়।

বাবুল শিকদার ফুকরা গ্রামের মৃত করিম শিকদারের ছেলে। তিনি দ্রুত বিচার আইনের একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

সালথা থানার ওসি মো. আতাউর রহমান রোরবার রাতে বলেন, শনিবার বিকেলে ফুকরা গ্রামে গিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি বাবুলকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায় তার পরিবারের সদস্যরা। হামলায় একজন এসআই, একজন এএসআইসহ চার পুলিশ সদস্য আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

তিনি আরও বলেন, আসামি ছিনতাই ও পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। পরে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। বাবুলকে ফের গ্রেপ্তার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×