ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো ৩ জনের
- ময়মনসিংহ প্রতিনিধি
- প্রকাশঃ ১১:৫১ এম, ১০ মার্চ ২০২৫

ময়মনসিংহের ফুলপুরে ভাত কান্দি এলাকার চাঁনপুর ব্রিজের কাছে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।
সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টার সময় ভাত কান্দি থেকে ফুলপুরে সিএনজিচালিত অটোরিকশাটি আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলে অজ্ঞাত তিন যাত্রী নিহত হন। আহত দুই যাত্রীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনায় তিন জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে ফুলপুর থানার ওসি আব্দুল হাদী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। ঘাতক ট্রাক চালককে আটকের চেষ্টা চলছে।