রাজৈর প্রেসক্লাবের আহ্বায়ক বাসু ও সদস্য সচিব নাদিম
- মাদারীপুর প্রতিনিধি
- প্রকাশঃ ১২:০৬ পিএম, ১০ মার্চ ২০২৫

মাদারীপুরের রাজৈর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (০৫ মার্চ) বিকেলে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের মতামতে ভিত্তিতে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে দৈনিক টেকেরহাট পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব নাজমুল হোসেন বাসুকে আহবায়ক ও সাপ্তাহিক সুবার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ মোস্তাফিজুল হক নাদিমকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন মোঃ হাফিজুর রহমান মোল্লা (অন্য দিগন্ত), শহীদুল আলম টুকু (আজকের খবর) ও হারুন উর রশিদ রনি (খবরপত্র)।
সভায় বর্তমান বাংলা’র সাংবাদিক আলহাজ্ব মোঃ এমারাত আকনের সভাপতিত্বে অন্যান্য সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এসময় নবাগত কমিটি, অন্যায় অবিচার ও জুলুমবাজ দুর্নীতির বিরুদ্ধে কলমের মাধ্যমে লড়াই চালিয়ে যাবে এবং সকল সাংবাদিক মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।