রাজশাহীতে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণ


March25 Naeem/bb_1741512534.JPG

তানোরে এক নারীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি খাইরুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার (৯ মার্চ) ভোরে জেলার গোদাগাড়ী উপজেলার কাইপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার খাইরুল ইসলাম রাজশাহীর তানোর উপজেলার সরনজাই এলাকার সাজ্জাদের ছেলে।

র‌্যাব-৫ অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২ মার্চ রাজশাহীর তানোরে এক তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণের শিকার হন। পরে এ ঘটনায় মামলা হয়। ওই মামলার প্রধান আসামি ছিলেন খাইরুল। 

এই মামলায় র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন কাউপাড়া এলাকা থেকে খাইরুল ইসলামকে গ্রেফতার করে।

আজ রোববার (৯ মার্চ) দুপুরে গ্রেফতার খাইরুলকে তানোর থানায় হস্তান্তর করলে তদন্তকারী কর্মকর্তা আসামিকে আদালতে সোপর্দ করেন। পরে বিচারক তাকে জামিন নাম মঞ্জুর করে কারাগারে পাঠান।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×