সাঁথিয়ায় ককটেল বিস্ফোরণে যুবক আহত, ১১ বোমা জব্দ


March 2025/Coctel.jpg

পাবনার সাঁথিয়ায় ককটেল বিস্ফোরণে নিকবার হোসেন (৩৫) নামের যুবক আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৬টি ককটেল ও ৫টি পেট্রোল বোমা জব্দ করেছে পুলিশ।

রোববার (৯ মার্চ) রাত ১০টার দিকে সাঁথিয়া পৌরসভার ১৬৫ নম্বর শশদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে আহত যুবক নেকবাল পলাতক রয়েছেন। তিনি উপজেলার করমজা ইউনিয়নের আফড়া পশ্চিমপাড়া গ্রামের হাচেন সরদারের ছেলে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ১০টার দিকে শশদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচে হঠাৎ বিকট শব্দ শুনতে পান এলাকাবাসি। তারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান বিদ্যালয়ের নিচে ৬টি লালটেপ জড়ানো ককটেল এবং ৫টি কাঁচের বোতলে পেট্রোল বোমা পড়ে আছে। স্থানীয়রা তাৎক্ষনিক পুলিশকে খবর দিলে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে ককটেল ও পেট্রোলবোমা জব্দ করে।

স্থানীয় বাসিন্দা রাজা হোসেন ও হেলাল উদ্দিন বলেন, ‘রাত দশটার দিকে আমরা হঠাৎ তিন বার বিকট শব্দ শুনতে পাই। ঘটনাস্থলে গিয়ে ককটেল ও পেট্রোলবোমা দেখতে পেয়ে পুলিশকে খবর দেই।’

এ ঘটনায় পাবনার পুলিশ সুপার মোরতোজা আলী, অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া সার্কেল) আবুল কালাম আজাদ, সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ সোমবার (১০ মার্চ) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সাইদুর রহমান বলেন, ‘বোমা বিষ্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থল থেকে ককটেল ও পেট্রোলবোমা জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বোমা ককটেল বানানোর সময় বিষ্ফোরণ হতে পারে। তবে কেন সেগুলো তৈরি করা হয়েছিল তদন্ত করে বলা যাবে। রহস্য উদঘাটন ও আহত যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। কেউ অভিযোগ দেয়নি।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×