বিয়ের ৩ দিনের মাথায় নববধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী আটক


March 2025/Abdur Rahim.jpg

দিনাজপুরের চিরিরবন্দরে ৩ দিন আগে বিয়ে হওয়া স্ত্রীকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় নিহতের স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। 

রোববার (৯ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার পুনট্টি ইউনিয়নের দক্ষিণ হযরতপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত গৃহবধূ তানিয়া আক্তার (১৮) পার্বতীপুর উপজেলার কুড়িয়াইল গ্রামের আবু তালেবের মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে দুই পরিবারের আলোচনার মাধ্যমে তানিয়ার (১৮) সঙ্গে চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের দক্ষিণ হযরতপুর গ্রামের আজাহার আলীর ছেলে আব্দুর রহিমের (২৪) বিয়ে হয়। বিয়ের পর শনিবার (৮ মার্চ) নতুন স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে আসেন আব্দুর রহিম। 

রোববার দিবাগত রাত ২টা হতে আড়াইটার দিকে ঘরে গলাটিপে ও বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ ওঠে আব্দুর রহিমের বিরুদ্ধে। প্রতিবেশীরা এ সময় আব্দুর রহিমকে আটক করে পুলিশে সংবাদ দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও ঘাতককে গ্রেপ্তার করে।

এ ঘটনায় নিহত গৃহবধূর বাবা আবু তালেব বাদী হয়ে মামলা দায়ের করেছেন। 

নিহত গৃহবধূর মা মনজিলা বেগম জানান, গত বৃহস্পতিবার রাতে তার মেয়ে তানিয়া আক্তা‌রের বিয়ে হয়েছে। গত শনিবার জামাইসহ মেয়ে শ্বশুরবাড়িতে গেছে। 

তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তার অভিযোগ। 

মামলার বাদী নিহত গৃহবধূর বাবা আবু তালেব জানান, তার মেয়েকে আব্দুর রহিম হত্যা করেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

এ ব্যাপারে চিরিরবন্দর থানার ওসি (তদন্ত) এসএম আহসান হাবীব জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক স্বামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে মেয়ের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। সেই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও ঘটনার অধিকতর তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×