ডিলারশিপ না পাওয়ায় খাদ্য কর্মকর্তার হাত কেটে নেওয়ার হুমকি বিএন‌পি নেতার


March 2025/Abdul Salam.jpg

টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলায় ‘ওএমএস’-এর ডিলারশিপ না পাওয়ায় খাদ্য কর্মকর্তার হাত কেটে নেওয়ার হুমকি দিয়েছেন আব্দুস ছালাম নামে বিএনপির নেতা। তিনি উপজেলার গাবসারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।

সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ওই বিএনপি নেতা নুরু ও ঠান্ডুকে সঙ্গে নিয়ে উপজেলা খাদ্য কর্মকর্তার অফিসে সশরীরে এসে খাদ্য কর্মকর্তা মোহাম্মদ কাজী হামিদুলকে এই হুমকি দেন। এ সময় অফিস সহকারী হৃদয় ও কম্পিউটার অপারেটর শাহনাজ উপস্থিত ছিলেন।

জানা যায়, গত বৃহস্পতিবার (৬ মার্চ) উপজেলা পরিষদ হলরুমে উন্মুক্ত লটারির আয়োজন করে উপজেলা প্রশাসন ও খাদ্য কর্মকর্তার কার্যালয়। এতে উপজেলার ৬টি ইউনিয়নের ওএমএস ডিলারশিপ নিয়োগে আবেদনকারীরা অংশ নেন। সে সময় আবেদনকারীদের উপস্থিতিতে লটারির মাধ্যমে ডিলারশিপ নিয়োগ দেওয়া হয়।

লটারিতে অন্য আবেদনকারীদের মতো গাবসারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালামও অংশ নেন। তিনি লটারিতে ডিলারশিপ না জেতায় ক্ষোভে সোমবার সকালে উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয়ে তার দলবল নিয়ে প্রবেশ করে খাদ্য কর্মকর্তা মোহাম্মদ কাজী হামিদুলের হাত কেটে নেওয়ার হুমকি দেন।

অফিস সহকারী হৃদয় জানান, সোমবার সকালে আব্দুস ছালাম তার দলবল নিয়ে অফিসে ঢুকে গালাগালি শুরু করে। পরে লটারির মাধ্যমে যারা নিয়োগ পেয়েছেন তাদের ডিও বন্ধ রাখার কথা বলেন এবং তা না হলে খাদ্য কর্মকর্তা স্যারের হাত কেটে নেওয়ার হুমকি দেন তিনি।  এতে আমরা আতঙ্কিত হয়ে পড়েছি।

উপজেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মদ কাজী হামিদুল হক বলেন,‘ হঠাৎ করে অফিসে আব্দুস ছালাম এসে গালিগালাজ ও হুমকি-দামকি শুরু করে। উন্মুক্ত লটারির মাধ্যমে নিয়োগ পাওয়া ব্যক্তির ডিও বন্ধ না করলে হাত কেটে ফেলার হুমকি দেন। বিষয়টি উপজেলা নির্বাহী স্যারকে জানিয়েছি।’

অভিযোগের বিষয়ে গাবসারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম বলেন, ‘ওই খাদ্য কর্মকর্তা অতিরিক্ত বলেছে। তার সঙ্গে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. পপি খাতুন বলেন, ‘বিষয়টি আমি দেখতেছি।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×