সিরাজদিখানে প্রবাসী চাচাকে গুলি করে হত্যার দায়ে ভাতিজার যাবজ্জীবন কারাদণ্ড
- মুন্সিগঞ্জ প্রতিনিধি
- প্রকাশঃ ০১:৩২ এম, ১১ মার্চ ২০২৫

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বন্দুকের গুলিতে প্রবাসী চাচাকে হত্যা মামলায় ভাতিজা গেনেট রোজারিও (৫০) নামের এক আসামিকে যাবজ্জীবন করাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ৫০ হাজার টাকা অর্থদণ্ডসহ অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
সোমবার (১০ মার্চ) দুপুরে মুন্সিগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কাজী আবদুল হান্নান এ রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ হোসেন বিষয়টি নিশ্চত করেছেন।
দণ্ডপ্রাপ্ত আসামি গেনেট রোজারিও সিরাজদিখান উপজেলার শুলপুর গ্রামের মৃত বারেন রোজারিওর ছেলে। নিহত মাইকেল রোজারিও একই গ্রামের মৃত ফালু রোজারিওর ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলো।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, সম্পত্তি নিয়ে বিরোধে গত ২০২১ সালের ১১ জুন দিবাগত রাতে গেনেট রোজারিও তার ঘরে থাকা বন্দুক দিয়ে আমেরিকান প্রবাসী তার আপন চাচা মাইকেল রোজারিওর ঘরের জানালা দিয়ে তাকে লক্ষ্য করে গুলি করে। এ সময় গুলির শব্দে আশেপাশের লোকজন এগিয়ে এলে ঘরের দরজা ভেঙে মাইকেল রোজারিওকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মাইকেল রোজারিওর শ্যালিকা বাদী হয়ে সিরাজদিখান থানায় গেনেট রোজারিওকে আসামি করে হত্যা মামলা করে। এছাড়াও সিরাজদিখান থানার এসআই আবুল কাশেম বাদী হয়ে ঘটনার পরের দিন একই থানায় অপর একটি অস্ত্র মামলা করেন।
এ ঘটনায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আজ উভয় মামলায় আসামি গেনেট রোজারিওকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।