নড়াইলে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত দেবর-ভাবি গ্রেপ্তার


Jan 2025/Feb 2025/09_20250310_223625674.jpg

নড়াইলের লোহাগড়া উপজেলার সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে পান্নু মোল্লা (৩৮) ও তার ভাবি শারমিন বেগমকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (১০ মার্চ) দুপুর ২টার দিকে লোহাগড়া থানায় ওই শিশুর মা বাদী হয়ে ধর্ষণচেষ্টা মামলা দায়ের করেন। মামলার দায়েরের পর অভিযুক্ত ও তার সহযোগী আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত পান্নু মোল্লা উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের দ্বীননাথপাড়ার সোনা মিয়ার ছেলে এবং তার ভাইয়ের স্ত্রী বাবু মোল্লার স্ত্রী শারমিন বেগম। 

মামলার এজাহার ও ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে স্কুল থেকে বাড়িতে ফিরে আসে ওই শিশু। এরপর ওই শিশু পান্নু মোল্লার বাড়িতে বরই কুড়াতে গেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে পান্নু ডেকে নিয়ে ঘরের ভেতর ধর্ষণের চেষ্টা করে। 

বাড়িতে গিয়ে শিশুটি ধর্ষণচেষ্টার ঘটনাটি তার বাবা-মাকে জানায়। এ ঘটনার পর স্থানীয় মাতুব্বররা ভয়-ভীতি দেখিয়ে ওই শিশুর মাকে মামলা করতে নিষেধ করেন। এক পর্যায়ে শিশুটির খালাতো ভাই বিষয়টি জানতে পেরে তিনি শিশু ও তার মাকে লোহাগড়া থানায় নিয়ে আসেন। ওই শিশুর মা বাদী হয়ে সোমবার দুপুরে থানায় মামলা দায়ের করেন।
 
ওই শিশুটির বাবা মোবাইলফোনে বলেন, আমার ছোট শিশুটি পান্নু মোলার বাড়িতে বরই কুড়াতে গেলে আমার মেয়েকে পান্নু মোল্লা ধর্ষণের চেষ্টা করেছে। পরে আমি জানতে পারি। এরপর গ্রামের মাতুব্বর তুজি মোল্লা, আয়াজ মোল্লা, পল্লী চিকিৎসক ওবাদুর মামলা না করতে ভয়-ভীতি দেখায়। আজ সোমবার আমার স্ত্রী মামলা করেছে। আমার মেয়ের সঙ্গে যা করিছে আমি এর বিচার চাই।

এ বিষয়ে ওসি মো.আশিকুর রহমান বলেন, মামলা দায়েরের পর দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×