মাদারগঞ্জে চকলেটের লোভ দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ


Jan 2025/Feb 2025/image_170770_1741635837.webp

এবার জামালপুরের মাদারগঞ্জে চকলেটের লোভ দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে তন্ময় (১৬) নামে এক সপ্তম শ্রেণির ছাত্রের বিরুদ্ধে।

সোমবার (১০ মার্চ) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত তন্ময় জোড়খালী ইউনিয়নের পশ্চিম চরপরতাবাজু এলাকার রবিউল মণ্ডলের ছেলে ও স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা গেছে, অভিযুক্ত তন্ময় তাদের প্রতিবেশী। আজ বিকেলে ৪টার দিকে অভিযুক্ত তন্ময় ওই শিশুকে চকলেট খাওয়ার লোভ দেখিয়ে নিজ ঘরে ডেকে নেয়। পরে বক্সে গান বাজিয়ে তার কাপড়চোপড় খুলে ধর্ষণ করে।

এদিকে ভোক্তভোগী শিশুর ৩ বছর বয়সী খেলার সাথি ছোট ভাই বোনকে বাড়িতে না পেয়ে তার মাকে জানালে তার মা খোঁজ করতে অভিযুক্ত তন্ময়ের বাড়িতে গিয়ে তার মেয়েকে দেখতে পান। এসময় শিশুটি তার মাকে পেয়ে কান্নাটি শুরু করেন। পরে তার মা জিজ্ঞাসা করলে সব ঘটনা তাকে খুলে বলে। এসময় অভিযুক্ত তন্ময় পালিয়ে যায়।

এ ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমৃলক শাস্তি দাবি করেছেন শিশুটির পরিবার ও এলাকাবাসী।

মাদারগঞ্জ মডেল থানার ওসি হাসান আল মামুন বলেন, এ ঘটনায় ভিক্টিম শিশুর পরিবার শিশুকে নিয়ে থানায় আসলে তাদের নারী ও শিশু ডেস্কে রাখা হয়েছে। আগামীকাল ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর হাসপাতালে পাঠানো হবে। ভিক্টিম শিশুর মা বাদী হয়ে অভিযুক্ত প্রধান আসামি করে ধর্ষণের মামলা করবেন। অভিযুক্ত পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×