মাঝ রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করল শিক্ষার্থীরা


Jan 2025/Feb 2025/image_170766_1741632397.webp

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ইমাম পরিবহন নামক একটি বাসে অজ্ঞান পার্টি অজ্ঞান করে সবকিছু লুটে নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাইপাস মোড়ে ফেলে যায়। এ ঘটনায় রাতেই মহাসড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় এক ঘণ্টার অধিক সময় অবরোধ থাকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক।

সোমবার (১০ মার্চ) রাত সোয়া ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।

শিক্ষার্থী, সেনাবাহিনী, পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী। পরে শিক্ষার্থীরা আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন।

জানা যায়, সোমবার (১০ মার্চ) রাত ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহ বাইপাস এলাকায় ইমাম পরিবহন নামক একটি যাত্রীবাহী বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পরেন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ১৭তম ব্যাচের রাহি। এসময় অজ্ঞান পার্টির সদস্যরা রাহির সবকিছু লুটে নিয়ে অজ্ঞান করে ফেলে যায়। ইমাম পরিবহন নামক ওই বাসের যাত্রী ছিল শিক্ষার্থী রাহি। পরে রাহিকে বাসে থেকে বাইপাসে ফেলে দেওয়া হলে স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করে।

এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাত সোয়া ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় ইমাম পরিবহন নামক বাসটি আটক ও বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করে অবস্থান নেয়। রাত পৌনে ১টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখলে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী দ্রুত সময়ের মধ্যে বাস আটক ও বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী সাদ কবির বলেন, ছাত্রদের দাবির ভিত্তিতে ময়মনসিংহ পরিবহন মালিক সমিতি আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বসতে রাজি হয়েছে। যদি পরিবহন প্রশাসন আগামীকাল ১২টার মধ্যে ছাত্রদের সঙ্গে না বসে তাহলে ছাত্ররা অনির্দিষ্টকালের জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন।

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকীউল বারী জানান, মঙ্গলবার দুপুর ১২টায় ইমাম গাড়ির প্রতিনিধি, মালিক সমিতির প্রতিনিধি নিয়ে বিষয়টি নিষ্পত্তি করতে আলোচনায় বসা হবে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×