জিন্দাবাজারে ছাত্রলীগ নেতাকে পালাতে সহায়তা করায় তিন ব্যবসায়ী আটক


Jan 2025/Feb 2025/image_170862_1741642726.webp

সিলেটের জিন্দাবাজারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে তিন ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ

সোমবার (১০ মার্চ) রাত দেড়টার দিকে সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজারের ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি থেকে তাদের আটক করা হয়।

তাৎক্ষণিকভাবে ওই নেতার নাম-পরিচয় জানা যায়নি। পালিয়ে যাওয়ার খবরে সিলেটের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা মধ্যরাতে জিন্দাবাজার এলাকা স্লোগানে ও মিছিলে উত্তাল করে তোলেন। এসময় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছাত্রদের অব্যাহত চাপের মুখে পুলিশ তিনজনকে আটক করে নিয়ে যেতে বাধ্য হয়৷

এর আগে, রাত ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেটের সদস্যরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ও জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্যক্তিকে শনাক্ত করেন। পরে তাকে আটক করার পূর্বেই রায়হান নামের এক ব্যবসায়ী তাকে নিরাপদভাবে পালিয়ে যেতে সহায়তা করেন বলে জানা যায়৷

শাবিপ্রবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উপদেষ্টা আবু সালেহ মোহাম্মদ নাসিম বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ওই নেতা জুলাই আন্দোলনে ছাত্র-জনতার বিরুদ্ধে রামদা নিয়ে দাঁড়িয়েছিল৷ যার সব প্রমাণাদি রয়েছে৷ এমনকি তার বিরুদ্ধে মামলাও রয়েছে। ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তাকে পুলিশের সোপর্দ করতে চাইলেও রায়হান নামের ওই ব্যবসায়ী তাকে পালিয়ে যেতে সহায়তা করেছে।

তিনি আরও বলেন, নিষিদ্ধ সংগঠনের সদস্যকে পালিয়ে যেতে সহায়তা করার অপরাধে এই মুহূর্তে রায়হানসহ যে বা যারা জড়িত ছিলেন তাদেরকে আটক করার দাবি জানাই।

এ ঘটনায় সিলেট কোতোয়ালি থানার ওসি মো. জিয়াউল হক কালবেলাকে বলেন, ছাত্রলীগ নেতাকে পালাতে সহায়তা করায় তিন ব্যবসায়ী আটক করা হয়েছে। পলাতক ছাত্রলীগ নেতাকে ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×