আমিনবাজারের পাওয়ার গ্রিডে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট


March25 Naeem/Savar-.jpg

সাভারের আমিনবাজার পাওয়ার গ্রিডে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে সাভার ফায়ার সার্ভিসের কমান্ডার মো . আলাউদ্দিন বলেন, ‘সকাল ৭ টার দিকে হঠাৎ পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় মিরপুর, মোহাম্মদপুরসহ আশপাশের আরও ৯টি ইউনিট তাদের সঙ্গে যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।’

তবে এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেননি তিনি।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×