যাদের মধ্যে ফ্যাসিবাদের চরিত্র ফুটে উঠবে তাদের বিরুদ্ধে লড়বো : শিবির সভাপতি


March25 Naeem/shibir president.webp

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, শেখ হাসিনা চেয়েছিলেন সবাইকে মেরে ফেলে হলেও ক্ষমতা ধরে রাখতে। কিন্তু আমাদের লড়াই শুধু হাসিনার বিরুদ্ধে নয়, বরং যাদের মধ্যে ফ্যাসিবাদের চরিত্র ফুটে উঠবে আমরা তাদের বিরুদ্ধেও লড়াই করবো।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে রাজশাহী কলেজের রবীন্দ্র-নজরুল চত্বরে ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত কোরআন বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জাহিদুল ইসলাম বলেন, ১৯৮২ সালে মতিহার চত্বরে যারা আমাদের হত্যা করে ভেবেছিল ছাত্রশিবির নিঃশেষ হয়ে যাবে, তারা ভুল ছিল। ইসলামের পক্ষে কথা বলার কেউ থাকবে না, এমন ধারণাও ভুল ছিল। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে এ প্রজন্ম প্রমাণ করেছে, সত্য কখনো মুছে ফেলা যায় না।

তিনি আরও বলেন, আপনারা যদি সত্যিকার অর্থে জুলাইয়ের চেতনা ধারণ করতে চান, বীর শহীদদের রক্তের ঋণ শোধ করতে চান, তাহলে কেবল কোরআনের আদর্শ ধারণ করেই দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। তাহলে শহীদ আলী রায়হান, আবু সাঈদ, শান্ত ও মুগ্ধদের আত্মা শান্তি পাবে।

শিবির সভাপতি বলেন, মানবসৃষ্ট কোনো মতবাদই শতভাগ ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেনি। বরং একসময় এসব মতবাদ নিজের সঙ্গেই সংঘর্ষে জড়িয়ে পড়ে। কোরআনের মূল শিক্ষা হলো সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা। আমাদের বিশ্বাস, কোরআন দিয়েই শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।

রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি সামীম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য ও ডেভেলপমেন্ট সম্পাদক নাহিদুল ইসলাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহ হোসাইন আহমেদ মেহেদী উপস্থিত ছিলেন।

১১ মার্চ সংগঠনটির শহীদ দিবস উপলক্ষে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে ২৫০ জনের মাঝে কুরআন বিতরণ করা হয়।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×