শ্যালিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুলাভাই গ্রেপ্তার


March25 Naeem/rapek.jpg

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নে শ্যালিকাকে (১৬) ধর্ষণচেষ্টার অভিযোগে দুলাভাইকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় সোমবার (১০ মার্চ) রাতে অভিযুক্ত ওমর ফারুককে আটকের পর ভিকটিম কিশোরীর পিতা বাদী হয়ে থানায় মামলা করলে বিষয়টি জানাজানি হয়।

এর আগে শনিবার (৮ মার্চ) রাত ১টার দিকে চরপাথরঘাটা ৮নম্বর ওয়ার্ড ইছানগর গ্রামে ভিকটিমের বসত ঘরে এ ঘটনাটি ঘটে। গ্রেপ্তার মোঃ ওমর ফারুক (২৮) চরপাথরঘাটা ৪ নম্বর ওয়ার্ড সৈন্যারটেক পেঁজার বাপের বাড়ীর মো: নাছিরের ছেলে। সে পেশায় একজন গাড়ি চালক। পুলিশ ওই কিশোরীকে হেফাজতে নিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভিকটিম চরপাথরঘাটা ইছানগর এলাকায় পরিবারের সাথে বসবাস করে। গত শনিবার রাত ১টার দিকে দোলাভাই ওই বাসায় গিয়ে শ্যালিকার স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং ধ্বর্ষণের চেষ্টা করে। এঘটনা পরিবারের সদস্যরা জানতে পারলে পারিবারিক ভাবে সমাধান করে পেলে। কিন্ত সোমবার রাতে ওমর ফারুক আবারো সেখানে গেলে প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ওমর ফারুককে আটক করে গণধোলাই দেয়। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×