৯ বছর পর খালেদ সাইফুল্লাহর জামিন, পুনরায় গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন


March25 Naeem/Khaled Saifullah Press 3.jpg

মাদারীপুরে দীর্ঘ ৯ বছর পর ফ্যাসিষ্ট সরকারের নির্যাতনের শিকার কারাবন্দী হাফেজ কাজী খালেদ সাইফুল্লাহ জামিল জামিনে মুক্ত হওয়ার পর পুনরায় গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে ইমাম মুয়াজ্জিন সমাজ কল্যাণ পরিষদ ও হেফাজতে ইসলাম বাংলাদেশ মাদারীপুর জেলা।

 মঙ্গলবার (১১ মার্চ) সকালে মাদারীপুর নতুন শহর এলাকার গণমাধ্যম কর্মীদের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করা হয়।

লিখিত বক্তব্যে খালেদ সাইফুল্লাহর মামা প্রফেসর কাজী মো: মহসিন জানান, ১৬ বছরের যুবক হাফেজ কাজী খালেদ সাইফুল্লাহ দীর্ঘ ৯ বছর পর উচ্চ আদালতে জামিনে মুক্তি পাওয়ার পর পুনরায় গত ১০ মার্চ বিকেলে কাশিমপুর ১নং কারাগার থেকে বের হলে গেট থেকে তাকে গাড়ীতে তুলে নিয়ে যায় পুলিশের বিশেষ শাখাা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। যা চরম অমানবিক ও ঘৃনিত এবং নির্মম বর্বরতা। এই বর্বতার দ্রত অবসান চান। হাফেজ কাজী খালেদ সাইফুল্লাহ জামিল কে দ্রত পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক। এর ব্যত্যয় ঘটলে মাদারীপুরসহ সারা দেশে দুর্বর আন্দোলন গড়ে তোলা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা আলী আহমেদ চৌধুরী, ইমাম মুয়াজ্জিন সমাজ কল্যাণ পরিষদেও সাধারণ সম্পাদক মাওলানা মো: জাহিদুল আলম খান, সাংগঠনিক সম্পাদক মুফতী জামাল উদ্দিন খান, খালেদ সাইফুল্লাহর মামা প্রফেসর কাজী মো: মহসিন সহ পরিবারের অন্য সদস্যরা।

উল্লেখ্য, ২০১৬ সালের জুন মাসে মাদারীপুরে নিখোঁজের তিন দিন পর খালেদ সাইফুল্লাহকে রাজধানীর মাতুয়াইলের বাদশা মিয়া রোড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। খালেদ সাইফুল্লাহর বাড়ি মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের বলসা গ্রামে। তার বাবা মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজের প্রাক্তন গণিত বিভাগের প্রধান মৃত কাজী বেলায়েত হোসেন। কাজী বেলায়েতের তিন ছেলের মধ্যে খালেদ বড়। তিনি শিবচরের জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার ছাত্র ছিলেন। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×