ইটভাটায় মোবাইল কোর্ট বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ


March25 Naeem/Madaripur Pic.jpeg

মাদারীপুরে ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ও ভাঙচুর বন্ধের প্রতিবাদে প্রধান উপদেষ্টা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৯ মার্চ) ১১ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইটভাটা মালিক ও শ্রমিকরা। বিক্ষোভ মিছিলে জেলায় কর্মরত ২০ হাজার ইটভাটা শ্রমিক ও ভাটা মালিকরা অংশগ্রহণ করেন। দুপুরে মাদারীপুর শহরের তরমুগরীয়া এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশ শেষে ইট প্রস্তুতকারী মালিক সমিতির নেতারা জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি জমা দেন।

বিক্ষোভ সমাবেশে ইটভাটা মালিকরা বলেন, বাংলাদেশের ইটভাটা মালিকরা বিগত ৩৫/৪০ বছর ধরে অনেক প্রতিকুলতার মধ্যদিয়ে ইটভাটার ব্যবসা পরিচালনা করে আসছে। দেশের রাস্তাঘাট, ঘরবাড়িসহ সকল অবকাঠামো নির্মাণে ব্যবহৃত ইট সরবরাহ করে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। বিদ্যমান জিগজাগ ভাটায় আরও অধিক উন্নত প্রযুক্তি ব্যবহার করে পরিবেশ দূষণ কমিয়ে আনা সম্ভব হবে।

বক্তারা আরো বলেন, জিগজাগ ইটভাটায় কোনো প্রকার হয়রানি বা মোবাইল কোর্ট করা যাবে না, হলে আমরা ভ্যাট ট্যাক্স দেয়া বন্ধ করে দিতে বাধ্য হব। কোনো ইটভাটা বন্ধ করতে হলে সরকারিভাবে আর্থিক ক্ষতিপূরণ দিয়ে বন্ধ করতে হবে। মাটি কাটার জন্য জেলা প্রশাসকের প্রত্যয়নপত্র নেয়ার বিধান বাতিল করতে হবে।ইটভাটাকে শিল্প হিসেবে ঘোষণা দিতে হবে। ইটভাটা পরিচালনায় দীর্ঘ মেয়াদি পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন করতে হবে।

বিক্ষোভ সমাবেশ বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি মাদারীপুর জেলা সভাপতি, মো: দেলোয়ার হোসেন তালুকদার, জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতি সাধারণ সম্পাদক মিলন চৌধুরী, রহিম খানসহ ইট প্রস্তুতকারী মালিক সমিতির মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×