সালথায় যুবদল নেতার বাড়িতে অগ্নিসংযোগের মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার


Jan 2025/Feb 2025/jakir-hosen-molla-1741697739.webp

ফরিদপুরের সালথায় যুবদল নেতা হাসান আশরাফের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় উপজেলা আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে নকুলহাটি গ্রামের মৃত জয়নুদ্দিন মোল্লার ওরফে জয়নাল আবেদিন মোল্লার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ জানুয়ারি সকালে উপজেলার আটঘর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা জাকির মোল্লা, বিএনপি নেতা নাসির মাতুব্বর ও তার কয়েকশত সমর্থক দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে যুবদল নেতা হাসান আশরাফের দোতলা বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং তার একটি টিনের ঘরে আগুন ধরিয়ে দেয়। এ সময় হাসান আশরাফের সমর্থক স্থানীয় ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাজেদ মোল্যার দুটি ঘর, ইউনুস মোল্যা দুটি ঘর, বিভাগদী গ্রামের শহীদ সরদারের বাড়ি ঘর ও শফিকের একটি দোকান ভাঙচুর করে মালামাল লুট করে নিয়ে যায়।

এই ঘটনায় তিনটি মামলা হয়। এ তিন মামলার এজাহারনামীয় আসামি ছিলেন জাকির হোসেন মোল্লা। এই ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।
 
সালথা থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান জানান, ২টি বিস্ফোরক দ্রব্য আইন ও ১টি মারামারি মামলায় এজাহার নামীয় আসামি ছিলেন জাকির হোসেন মোল্লা। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×