তোরে বুড়িগঙ্গায় ফালাইয়া দিলে কী হইবে, ছাত্রদল নেতাকে বিএনপি নেতার হুমকি


Jan 2025/Feb 2025/humki.jpg

পটুয়াখালীর বাউফলে ছাত্রদল নেতাকে বুড়িগঙ্গায় ফেলে হত্যার হুমকির অভিযোগ উঠেছে নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক এনায়েত হোসেন খানের বিরুদ্ধে।

মঙ্গলবার বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য এস এম বাবলুর সঙ্গে তাঁর এ-সংক্রান্ত একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এনায়েত এ কথোপকথন তাঁর নয় বলে দাবি করেছেন।

সম্প্রতি কৃষকের তরমুজ লুট ও চাঁদাবাজির অভিযোগে এনায়েতের বিরুদ্ধে মামলা হয়। পরে ইউনিয়ন বিএনপির সম্পাদক পদ থেকে তাঁকে অব্যাহতি দেয়।

এস এম বাবলু বলেন, ‘৯ মার্চ এনায়েত হোসেনকে বহিষ্কার করে রমিজ হাওলাদারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। দলীয় কর্মী হিসেবে আমি নবনির্বাচিত সম্পাদককে অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট দিই। ক্ষিপ্ত হয়ে ফোন করে আমাকে বুড়িগঙ্গা নদীতে ফেলে হত্যার হুমকি দেন এনায়েত। দলীয় নেতাদের জানিয়েছি। তাদের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেব।’

ফেসবুকে ছড়িয়ে পড়া কথোপকথনে বাবলুকে বিএনপি নেতা এনায়েত খান বলেছেন, ‘তুই অভিনন্দন জানাইছ কারে?’ বাবলু উত্তর দিতে গেলেই এনায়েত গালি দিয়ে বলেন, ‘তোর নাজিরপুর আওয়ার ক্ষমতা আছে? তুই পাঁচ বছরে নাজিরপুর আইতে পারলে আমার নাম ফিরাইয়া থুমু। তোরে তো ভাগেই পাইবে না কেউ। যে যে অভিনন্দন দিছে, ওই পোলারা একটাও এলাকায় আইতে পারবে না।’ এর পরই তিনি বলেন, ‘তুই (বাবলু) যেই হানে আছো, তোরে ধইরা বুড়িগঙ্গায় ফালাইয়া দিলে কী হবে?’

বাউফল থানার ওসি কামাল হোসেন জানান, বিষয়টি লোকমুখে শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×