মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরণের পর হত্যা, আটক ৩


Jan 2025/Feb 2025/lalmonirhat-1741726634.webp

লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের ফকিরটারী এলাকায় শাকিল (১০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরণের পর হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ওই গ্রামের সহিদুলের বাড়িসংলগ্ন একটি সেপটিক ট্যাঙ্কের নিচে পুঁতে রাখা শাকিলের মরদেহ উদ্ধার করে পুলিশ। মুক্তিপণ হিসেবে তিন লাখ টাকা দিতে না পারায় তাকে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। 

নিহত শাকিল লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের ফকিরটারী গ্রামের শফিকুলের ছেলে। সে স্থানীয় আনসারিয়া নুরানী মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। শাকিলের মা অন্ধ ও বাবা ঢাকায় কাজ করেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, গত সোমবার দুপুরে শাকিলকে অপহরণ করা হয়। অপহরণের পরপরই একটি মোবাইল নম্বর থেকে শাকিলের মা জয়নবের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ তদন্ত নেমে একই এলাকার সহিদুল ও তাঁর ছেলে সোহানকে আটক করে। গতকাল দুপুরে আটক করা হয় সোহানের মা সাহানাকে। পরে আটক সোহানের দেওয়া তথ্যমতে, মঙ্গলবার স্থানীয় সহিদুলের বাড়িসংলগ্ন একটি কাঁচা সেপটিক ট্যাঙ্কের নিচে পুঁতে রাখা শাকিলের মরদেহ উদ্ধার করে। 

লালমনিরহাট সদর থানার ওসি নুরনবী বলেন, শাকিলকে হত্যার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। শাকিলের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×