বেনাপোলে চোরাকারবারিদের ধরতে গিয়ে বিজিবি সদস্য নিহত
- যশোর প্রতিনিধি
- প্রকাশঃ ০৩:৫৫ এম, ১২ মার্চ ২০২৫

যশোরের বেনাপোলে মাদকবিরোধী অভিযানে সময় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বিজিবি সদস্য মোজাম্মেল হোসেন। এসময় আরও এক বিজিবি সদস্য গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে খুলনার অধীনস্থ ২১ বিজিবি বেনাপোল পুটখালী সীমান্তের মসজিদ বাড়ি পোস্টের কাছে এ দুর্ঘটনা ঘটে।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মাহাফুজুর রহমান জানান, রাত সাড়ে ৮টার দিকে দুই বিজিবি সদস্যকে গুরুতর জখম অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন অন্যান্য বিজিবি সদস্যরা। এসময় পরীক্ষা করে দেখা যায় হাসপাতালে আসার আগেই বিজিবি সৈনিক মোজাম্মেল হোসেন অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছেন।
বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, বিজিবির পক্ষ থেকে মরদেহ ময়না তদন্ত ছাড়া দাফনের অনুমতি চাওয়ায় দেয়া হয়েছে। পরবর্তীতে রাত সাড়ে ১০টার দিকে বিজিবি সদস্যের মরদেহ বিজিবির সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিয়ে যায়।
এদিকে স্থানীয় সূত্রে জানায়, ২১ ব্যাটালিয়ানের খুলনা ইউনিটের হাবিলদার দেলোয়ার হোসেন ও সিপাহী মোজাম্মেল হক গোপন সংবাদের ভিত্তিতে একটি মাদকের চালান উদ্ধারের উদ্দেশ্যে মোটরসাইকেলে পুটখালী সীমান্তের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পুটখালী ক্যাম্পের অস্থায়ী পোস্ট মসজিদ বাড়ি নামক স্থানে তারা দুর্ঘটনার শিকার হন। বিজিবি সদস্যদের মোটরসাইকেলটি একটি কালভার্টের সঙ্গে ধাক্কা খায়।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার বলেন, ‘সীমান্ত টহলরত অবস্থায় মোটরসাইকেল দুর্ঘটনায় সিপাহী মোজাম্মেল ঘটনাস্থলে নিহত হয়েছেন ও আরেক বিজিবি হাবিলদার গুরুতর আহত হন হাবিলদারকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।