৭ মাসে কোরআনের হাফেজ হলেন আবদুল্লাহ


March 2025/Abdullah.jpg

বরিশাল জেলার উজিরপুর উপজেলায় মারকাযুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসায় মাত্র সাত মাসে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হয়েছেন মুহাম্মদ আবদুল্লাহ। মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে হাফেজ আবদুল্লাহকে সংবর্ধনা দেওয়া হয়।

মাদ্রাসাটির পরিচালক হিসেবে রয়েছেন হাফেজ ক্বারী মোহাম্মদ আবদুল্লাহ। তাঁর তত্ত্বাবধানে মাদ্রাসার মনোরম পরিবেশ ও শিক্ষাদানের মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন অভিভাবকরা। তাঁরা সাত মাসে কোরআনের হাফেজ হওয়ায় শিশু মুহাম্মদ আবদুল্লাহর প্রশংসা করেছেন।

সাধারণত একজন শিক্ষার্থীর কোরআন হিফজ করতে কমপক্ষে দুই থেকে আড়াই বছর সময়ের প্রয়োজন হয়। সেখানে আল্লাহর মেহেরবানিতে আবদুল্লাহ মাত্র সাত মাসেই সম্পূর্ণ কোরআন হিফজ সম্পন্ন করতে পেরেছে।

মাদ্রাসার শিক্ষকরা জানান, ওই মাদ্রাসায় হিফজুল কোরআনের পাশাপাশি বাংলা, ইংরেজি ও আরবিতে দক্ষতা অর্জনের জন্য বিশেষ ব্যবস্থাও রয়েছে। ছাত্রদেরকে আন্তরিক পরিচর্যার মাধ্যমে স্বল্প সময়ে কোরআনের হিফজ এবং সমাপনি পরীক্ষায় সফলতার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করা হয়। তারা এ মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের জন্য দোয়া কামনা করেন।

অনুষ্ঠান উপস্থিত ছিলেন ইমাম ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আবু হানিফ, সাবেক উপাধ্যক্ষ মো. ফজলুর রহমান, প্রভাষক আ. খালেক, মাওলানা সাব্বির হোসেন, মাওলানা ওমর ফারুক, মাওলানা জালাল উদ্দিন, মাওলানা আমিনুল ইসলাম, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আ. রহিম সরদারসহ বিভিন্ন মসজিদ, মাদ্রাসার ইমাম ও মোহতামিম ও শিক্ষার্থীদের অভিভাবক।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×