লক্ষ্মীপুরে ৩ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল


March25 Naeem/IMG_20250312_130504.jpg

লক্ষ্মীপুরে ৩ লাখ ১ হাজার ১৬০ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রথম রাউন্ডের জন্য এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়। ১৫ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কেন্দ্রে কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

বুধবার (১২ মার্চ ) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবু হাসান শাহীন। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভিটামিন ‘এ’ শিশুমৃত্যুর ঝুঁকি কমিয়ে দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে, অন্ধত্ব প্রতিরোধসহ হামজনিত মৃত্যুহার ৫০ শতাংশ হ্রাস করে শিশুর রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, প্রথম রাউন্ডে জেলার ১ হাজার ৪৮২টি কেন্দ্রে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন করা হবে। এর মধ্যে স্থায়ী ও অস্থায়ী কেন্দ্র রয়েছে। লক্ষ্মীপুর সদরে ১ লাখ ১৪ হাজার ৩০০, রায়পুরে ৪৫ হাজার ২৫৫, রামগঞ্জে ৪৫ হাজার ৩৮, রামগতিতে ৪৩ হাজার ১০০, কমলনগরে ৩৬ হাজার ১২১ এবং লক্ষ্মীপুর পৌরসভায় ১৭ হাজার ৩৪৬টি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩৫ হাজার ৪২৬ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৬৫ হাজার ৭৩৪ অর্থাৎ ৩ লাখ ১ হাজার ১৬০ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ে মেডিকেল অফিসার ডা. মো. নাহিদ রায়হান, জেলা তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদারসহ জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×