বালু উত্তোলনের টাকা ভাগাভাগি নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫


March25 Naeem/homna-wonded-.webp

কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচরে অবৈধভাবে বালু উত্তোলন ও নদীপথে চাঁদাবাজির টাকা ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) রাত ১০টার দিকে চালিভাঙ্গা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল্লাহ রবি ও একই ইউনিয়নের বিএনপির সহ-সভাপতি বারেক প্রধান গ্রুপের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে মেঘনা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসনাত প্রধানসহ উভয়পক্ষের অন্তত ২০-২৫ জন আহত হন। তাদের মধ্যে কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সংঘর্ষের আগে তারা একই গ্রুপে ছিল।

স্থানীয় বাসিন্দা ও মেঘনা উপজেলা মহিলা দলের সভাপতি মাহবুবা ইসলাম মিলি বলেন, রবি ও বারেকের নেতৃত্বে এই গ্রুপটি দীর্ঘদিন ধরে একসঙ্গে অবৈধভাবে বালু উত্তোলন ও নদীপথে চাঁদাবাজির সঙ্গে যুক্ত ছিল। সম্প্রতি এই অবৈধ অর্থের ভাগবাটোয়ারা নিয়ে তাদের মধ্যে টানাপোড়েন শুরু হয়। এর জের ধরেই কয়েকদিন ধরে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এবং মঙ্গলবার রাতে সংঘর্ষ বাঁধে। এখন তারা দুই গ্রুপ হয়ে গেছে। 

প্রত্যক্ষদর্শীদের মতে, সংঘর্ষের সময় উভয়পক্ষ অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, রাতে শুরু হওয়া এই সংঘর্ষ বেশ কিছু সময় ধরে চলে।

চালিভাঙ্গার ইউনিয়নের রামপ্রসাদেরচর গ্রামের কুমিল্লা উত্তর জেলা যুবদলের সদস্য মহসিন জানান, অবৈধ বালুর টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ হয়েছে। 

নলচর গ্রামটি মূল সড়ক থেকে বিচ্ছিন্ন হওয়ায় আহতের সুনির্দিষ্ট সংখ্যা জানা যাচ্ছে না। প্রকৃত আহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংঘর্ষের বিষয়ে বক্তব্য নিতে রবিউল ইসলাম রবি ও বারেক প্রধানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, দুুই পক্ষের আহত লোকজন হাসপাতালে চিকিৎসাধীন। তারা একই সঙ্গে চলাফেরা করে। ওদের মধ্যে দ্বন্দ্ব লেগেছে, মারামারি হয়েছে। উভয়পক্ষের ২০-২৫ জন আহত হয়েছে। সংঘর্ষের বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×