গৌরীপুরে জাতীয় নাগরিক কমিটির ইফতার ও মতবিময় সভা অনুষ্ঠিত
- ময়মনসিংহ প্রতিনিধি
- প্রকাশঃ ০১:২৫ এম, ১৩ মার্চ ২০২৫

ময়মনসিংহের গৌরীপুরে বুধবার জাতীয় নাগরিক কমিটির ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে জুলাই অভ্যুত্থানে নিহত শহিদদের স্মরণে ও আহত ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় নাগরিক কমিটির গৌরীপুর উপজেলা প্রতিনিধি তারিক হোসেন এর সভাপতিত্বে ও মাহমুদুল হাসানের সঞ্চালনায় এবং মোঃ আশিক পাঠান (উপজেলা প্রতিনিধি) এর সমন্বয়ে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন।
এতে বিশেষ অতিথি ছিলেন- গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ বিপ্লব, শহিদ বিপ্লবের পিতা মোঃ বাবুল মিয়া, শহিদ জুবায়ের পিতা মোঃ আনোয়ার উদ্দীন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন নাগরিক কমিটির উপজেলা প্রতিনিধি মোঃ আশেক বিল্লাহ, মো: তানবীর হাসান রাকিব, মোঃ নূরউদ্দিন শরীফ, মো: মাসুদ রানা সহ আরও অনেকে। ইফতার শেষে বিশিষ্ট নাগরিকদের সাথে মতবিনিময় করেন জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ।