এনআইডি সেবা ইসির অধীনে রাখার দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত
- সিলেট প্রতিনিধি
- প্রকাশঃ ০২:৫৩ পিএম, ১৩ মার্চ ২০২৫

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম নির্বাচন কমিশনের (ইসি) অধীনে রাখার দাবিতে সারা দেশের মত দুই ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছে সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে কর্মকর্তা ও কর্মচারীরা।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১ থেকে দুপুর ১টা পর্যন্ত সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম বলেন, ‘মায়ের কোলে যেভাবে ছোট শিশু বড় হয়, সেভাবে আমাদের অধীনে জাতীয় পরিচয়পত্র সেবা যেন বহাল থাকে। অতীতে স্বৈরাচার সরকারের আমলে নানা সময়ে আমাদের জাতীয় পরিচয়পত্র সেবাকে বিতর্কিত করা হয়েছে। আমরা আমাদের এই দাবি বাস্তবায়ন চাই।’
এ সময় উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল আলম, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান, সিলেট সদর উপজেলার নির্বাচন অফিসার মো: ফরহাদ হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাচন অফিসার মো: আবুল হাসনাত প্রমুখ।
প্রসঙ্গত, বুধবার (১২ মার্চ) ইসির কর্মকর্তারা জানিয়েছেন, এনআইডি নিয়ে সরকারের উদ্যোগের বিরুদ্ধে আমরা প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) আনুষ্ঠানিকভাবে জানিয়েছি। কমিশন আমাদের দাবি আমলে নিয়ে সরকারকে চিঠি দিয়েছে। কমিশনের চিঠির পর এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এ জন্য আমরা কর্মসূচিতে যাচ্ছি। কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত নির্বাচন কমিশন-ইসি কর্মীরা সারা দেশে নিজেদের কার্যালয়ের সামনে অবস্থান নেবেন। এর আগে গত ৫ মার্চ একই দাবিতে কর্মবিরতি পালন করেন ইসির কর্মকর্তা-কর্মচারীরা।