মাদারীপুরে ‘স্ট্যান্ড ফর এনআইডি’র দাবিতে মানববন্ধন, কর্মবিরতি ও সমাবেশ
- মাদারীপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৩:০৯ পিএম, ১৩ মার্চ ২০২৫

মাদারীপুরে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের কাছে রাখার দাবিতে দুই ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।
জেলা সরকারি সমন্বিত অফিসের সামনে মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ফরিদ আহমেদের সভাপতিত্বে মানববন্ধন, কর্মবিরতি ও প্রতিবাদ কর্মসূচীতে বক্তব্য দেন উচ্চমান সহকারী মোশারফ হোসেন, হিসাব সহকারী শরীফুল ইসলাম, অফিস সহকারী সুরেশ সরকার।
একই দাবীতে জেলার ৪টি উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে কর্মকর্তা ও কর্মচারীরা এই কর্মসূচী পালন করেন।
ফরিদ আহমেদ বলেন, ‘নির্বাচন কমিশন ও জাতীয় পরিচয়পত্র মা ও সন্তানের মতন সম্পর্ক। তাই নির্বাচন কমিশনের অধীনেই জাতীয় পরিচয়পত্র নিরাপদ বলে আমরা মনে করছি। তাই আমরা আমাদের কমিশনের অধীনে রাখতেই মানববন্ধন, কর্মবিরতি ও প্রতিবাদ কর্মসূচী পালন করছি। আমাদের দাবী না মানলে আগামীতে আমাদের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নতুন আরো কর্মসূচী পালন করব।’
এদিকে মাদারীপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শামীম আহমেদ কর্মসূচিতে বলেন, ‘নির্বাচন কমিশনের বাইরে এই এনআইডি-কে অন্য যে কোন কর্তৃপক্ষের অধীনে নেয়া মানে প্রতিটি বিভাগ, জেলা, উপজেলায় নতুন করে ভবন নির্মাণ, প্রচুর জনশক্তি নিয়োগ, যন্ত্রপাতি এবং অন্যায় রক্ষণাবেক্ষণের জন্য হাজার হাজার কোটি টাকা অনর্থক খরচ হবে, যেটা দেশের এই ভঙ্গুর অর্থনীতিকে আরো বেশি খাদের কিনারায় ফেলে দিবে।’