লক্ষ্মীপুরে যৌথবাহিনীর অভিযানে সদর হাসপাতাল থেকে ৭ দালাল আটক


March25 Naeem/IMG_20250313_154347.jpg

যৌথবাহিনীর অভিযানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে থেকে সাত দালালকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে তাদেরকে আটক করা হয়। পরে আটককৃতদের সদর থানায় সোপর্দ করা হয়।
 
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে দালাল চক্রের সদস্যরা সদর হসপিটালে আগত রোগী ও স্বজনদের সাথে বিভিন্ন প্রলোভনে প্রতারণা করে আসছে।

এমন অভিযোগে দুপুরে হাসপাতাল এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় রোগীদের সাথে প্রতারণা করার সময় দুই নারী ও পাঁচ পুরুষসহ সাত দালালকে আটক করা হয়। পরে দালাল চক্রের সদস্যদের লক্ষ্মীপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে।

আটককৃত দালালরা হলেন- সোহেল, ফেরদৌস, দুলাল, মাহবুবুল আলম লিটন, রোজিনা আক্তার, নাজমা আক্তার ও কবির। 

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সদর হাসপাতালে আটক দালালদেরকে থানা নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×