চাঁদপুরের সেই ছাত্রদল নেতার জামিন


March25 Naeem/chandpur-dol.jpg

চাঁদপুরের ফরিদগঞ্জে কন্টেন্ট ক্রিয়েটরকে মারধর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া বহিষ্কৃত ছাত্রদল নেতা শাওন কাবীকে জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে চাঁদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম পারভিন সাদিক দুটি মামলায় তার জামিন মঞ্জুর করেন। 

শাওন কাবীরের আইনজীবী দুলাল মিয়া পাটোয়ারি বিষয়টি নিশ্চিত করেছেন। 

শাওন কাবী চাঁপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন। উপজেলার চরমঘুয়া বেপারী বাড়ির মোস্তাফিজুর রহমান ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, সড়কে যানবাহনের গতিরোধ করে মারধর এবং পুলিশের কাজে বাধা দেওয়ায় তার বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। ওই মামলায় মঙ্গলবার (১১ মার্চ) রাতে তাকে গ্রেপ্তার করে বুধবার (১২ মার্চ) কারাগারে পাঠানো হয়। ওই দুই মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে।

এ ঘটনায় বুধবার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা একটি পত্রে শাওন কাবীকে ১৬ নং রূপসা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×