লক্ষ্মীপুর পৌর এলাকায় শতভাগ সড়ক বাতি বাস্তবায়নের উদ্বোধন


March25 Naeem/IMG_20250313_173421.jpg

লক্ষ্মীপুর পৌর এলাকায় শতভাগ সড়ক বাতি বাস্তবায়নের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে পৌর বাস টার্মিনাল এলাকায় পৌরসভার আয়োজনে এটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। 

লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মো. জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান।  এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভি দাস, পৌরসভার নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবী, পৌরসভার প্রকৌশলী মো. জুলফিকার হোসেন প্রমুখ। 

পৌরসভা সুত্রে জানা যায়, লক্ষ্মীপুর পৌরসভার নিজস্ব অর্থায়নে নতুন করে পৌর এলাকায় ২ হাজার ৭০০ সড়ক বাতি লাগানো হয়েছে। এর আগে পৌর এলাকায় ৬ হাজার সড়ক বাতি লাগানো ছিল। এখন সর্বমোট ৮ হাজার ৭০০ বাতি লাগোনোর কারণে পৌর এলাকার পিডিবির সংযোগ থাকা এলাকায় শতভাগ সড়ক বাতি বাস্তবায়ন করা হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, অন্ধকার দূর করতে পারলে অন্যায় অনেক অংশে কমে যাবে। যেখানে অন্ধকার সেখানে অন্যায় বেশি। শুধু বাতির আলোয়ে নয় শিক্ষার আলোয়ে আমরা যদি আমাদের সমাজকে আলোকিত করে তুলতে পারি তাহলে আমাদের সমাজ থেকে অনেক অপরাধ কমে যাবে।

লক্ষ্মীপুর পৌর এলাকায় শতভাগ সড়ক বাতি বাস্তবায়নের কারণে সারাদেশে এই পৌরসভাটি একটি মডেল পৌরসভা হিসেবে স্থান পাবে। লক্ষ্মীপুর পৌর এলাকায় শতভাগ সড়ক বাতি বাস্তবায়নের ফলে শুধু এই পৌর এলাকার মানুষ উপকৃত হবেন তা নয়, এটির ফলে পুরো জেলার মানুষ উপকৃত হবে।

এতে লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×