বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ, তদন্তে পিবিআই


March25 Naeem/khulna-dw.webp

খুলনায় বিএনপি নেতা হাফিজুর রহমান মনির বিরুদ্ধে তার সৎ ভাইয়ের স্ত্রীকে মারধর ও ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এ মামলার আবেদন করেছেন। ট্রাইব্যুনালের বিচারক প্রণয় কুমার দাস আবেদনটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন। হাফিজুর রহমান খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর। 

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী রুবেল খান জানান, আগামী ২০ মার্চ তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারণ করা হয়েছে।

সাংবাদিকদের ভুক্তভোগী বলেন, গত ১২ ফেব্রুয়ারি দুপুরে আমার ভাশুর হাফিজুর রহমান আমাকে ধর্ষণের চেষ্টা করেন। ব্যর্থ হয়ে আমাকে মারধর করেন। আমি চিৎকার করলে বাড়ির লোকজন এগিয়ে এলে তিনি দ্রুত চলে যান। আমি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছি। 

তিনি আরও বলেন, এ ঘটনায় আমি সোনাডাঙ্গা থানায় অভিযোগ করলেও পুলিশ মামলা হিসেবে রেকর্ড করেনি। পরে গত ১৯ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে মামলার আবেদন করি। 

এ বিষয়ে অভিযুক্ত হাফিজুর রহমান বলেন, পারিবারিক বৈঠকে অবাধ্যতা এবং খারাপ ব্যবহার করায় অভিভাবক হিসেবে আমি তাকে দুটি চড় দিয়েছি। এটা আমার পরিবারের অন্য সদস্যদের সামনেই ঘটেছে। আদালতে যেসব মিথ্যা অভিযোগ দিয়েছে, তা আমার জন্য লজ্জাকর।
 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×