চাঁদপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু


March25 Naeem/cha-kau.jpg

চাঁদপুরের কচুয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে পৌরসভার কড়ইয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো- উপজেলার কড়ইয়া গ্রামের অটোরিকশাচালক আলমের ছেলে মেহেদী হাছান (৫) ও মাসুদ বাবুর্চির ছেলে জাবেদ (৫)।

শিশু জাবেদের বাবা মাসুদ বলেন, দুপুরের দিকে জাবেদ ক্লাসের বন্ধুদের সঙ্গে খেলতে যায়। প্রায় দুই ঘণ্টা তাদের কোনো খোঁজ ছিল না। একপর্যায়ে দুপুর দেড়টার দিকে পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে গিয়ে জাবেদ আর হাছানকে পানিতে ভেসে উঠতে দেখে হাছানের ফুফু। তার চিৎকারে আশপাশের লোকজন আমাদের খবর দেয়। আমরা এসে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার জানায় ও বেঁচে নেই।

হাসানের বাবা আলম বলেন, আমার ছেলে হাছান জাবেদের সঙ্গে খেলা করছিল। কিছু সময় পর আমার বোন গোসল করতে গিয়ে তাদের দুজনকে পানিতে ভেসে উঠতে দেখে। এ বিষয়ে আমাদের কোনো অভিযোগ নেই।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার জাহিদ হোসাইন জানান, মেহেদী হাছান নামে পানিতে ডুবে যাওয়া এক শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×