সাত বছরের শিশুকে ২০ টাকা দিয়ে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক


March 2025/Rape 3.jpeg

লালমনিরহাটের হাতীবান্ধায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জহুরুল ইসলাম সাগর (২০) নামে যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গড্ডিমারী ইউনিয়নে এ ঘটনা ঘটে। অভিযুক্ত জহুরুল ইসলাম সাগর বরিশালের আগলঝাড়া উপজেলার আসকর গ্রামের হেলাল মোল্লার ছেলে।   

থানায় করা অভিযোগ ও স্থানীয় সূত্র জানায়, আটক সাগর দোয়ানী পিট্টিফাটায় বিদ্যুৎ সংক্রান্ত নির্মাণকাজ করতেন। তিনি শিশুটিকে ২০ টাকার প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী একটি থাকার সেটে নিয়ে যান এবং মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটি চিৎকার করলে তার মা, পরিবারের সদস্য ও এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে দোয়ানী পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে।   

পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠান।   

লালমনিরহাট সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক বলেন, ‘৭ বছরের একটা শিশুকে যৌন নিপীড়ন করা হয়েছে। প্রাথমিক পরীক্ষার পর শিশুটি গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। আমরা আরও কিছু পরীক্ষা-নীরিক্ষা করবো। এরপর চূড়ান্ত রিপোর্ট দেবো।’

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ নবী বলেন, ‘ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলার প্রস্তুতি চলছে। আমি নিজেই ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছি।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×