বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার বিরুদ্ধে কিশোরগঞ্জে বিক্ষোভ


March 2025/Fazlur Rahman.jpg

ইসলামী চিন্তাবিদ প্রয়াত আতাহার আলীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিচার দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) জুম্মার নামাজের পর শহরের ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে থেকে জামিয়াতুল ইমদাদিয়া ও তৌহিদী জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও শহীদী মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে হয় প্রতিবাদ সমাবেশ।

স্থানীয় আলেম-ওলামাসহ জামিয়াতুল ইমদাদিয়ার বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা সমাবেশে বক্তব্য রাখেন।

বক্তারা জামিয়াতুল ইমদাদিয়ার প্রতিষ্ঠাতা আল্লামা আতাহার আলীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের কারণে ফজলুর রহমানের বিচার দাবি করেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×