রোহিঙ্গাদের সাথে ইফতারে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব
- কক্সবাজার প্রতিনিধি
- প্রকাশঃ ০৬:১৯ পিএম, ১৪ মার্চ ২০২৫

কক্সবাজারের উখিয়ায় ক্যাম্পে রোহিঙ্গাদের সঙ্গে ইফতার আয়োজনে অংশ নিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
শুক্রবার (১৪ মার্চ) নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকূল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন শেষে লাখো রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দেন তারা।
এর আগে শুক্রবার সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘের মহাসচিব।
দীর্ঘ সাত বছর পর বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে দ্বিতীয় বারের মতো বাংলাদেশ সফরে আসেন আন্তোনিও গুতেরেস। বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।