রায়গঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার
- সিরাজগঞ্জ প্রতিনিধি
- প্রকাশঃ ০৬:৩৬ পিএম, ১৪ মার্চ ২০২৫

সিরাজগঞ্জের রায়গঞ্জে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে (১২) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। পাবনার বেড়ায় মামার বাড়ি থেকে শুক্রবার (১৪ মার্চ) তাকে গ্রেপ্তার করা হয়। সিরাজগঞ্জ ডিবি পুলিশের ওসি একরামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে কিশোর শোধনাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে রায়গঞ্জ থানায় মামলা করেছেন বলে জানান রায়গঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান।
জানা গেছে, গত রোববার সকালে ধর্ষণের ঘটনা ঘটলেও বিষয়টি জানাজানি হয় বুধবার। মাঝে চারদিন সালিশের নামে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
বৃহস্পতিবার রাতে শিশুটিকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজন। বাড়ির পাশে এনজিওর মাধ্যমে পরিচালিত একটি স্কুলে সাত বছর বয়সী শিশুটি পড়াশোনা করে। স্কুলঘরের মালিকের স্ত্রী সেখানে শিক্ষকতা করেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে স্কুলে এলে শিক্ষিকার ছেলে শিশুটিকে আরেকটি ঘরে নিয়ে ধর্ষণ করে। এরপর শিশুটি ঘটনা জানালেও স্বজনরা থানায় না জানিয়ে বিষয়টি গোপন রাখে। বিষয়টি জানাজানি হলে কিশোরসহ পরিবারের সদস্যরা পাবনার বেড়ায় গা-ঢাকা দেয়। এরপর ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।