কুমিল্লায় ১৪ লাখ অবৈধ ভারতীয় আতশবাজি জব্দ
- কুমিল্লা প্রতিনিধি
- প্রকাশঃ ০৮:১১ পিএম, ১৪ মার্চ ২০২৫

কুমিল্লার বুড়িচং উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাবিলা বাজার এলাকা থেকে বিভিন্ন ধরনের বিপুল পরিমান অবৈধ ভারতীয় আতশবাজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। আজ শুক্রবার দুপুর আড়াইটায় এ তথ্য নিশ্চিত করেন বিজিবি কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ।
বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার ভোর পাঁচটা পর্যন্ত কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাবিলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার দত্ত-এর উপস্থিতিতে বিজিবি এবং র্যাব সদ্যদের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মালিক বিহীন অবস্থায় ১৪ লাখ ১৫ হাজার চারশ’টি বিভিন্ন প্রকার ভারতীয় অবৈধ আতশবাজি এবং অবৈধ মালামাল বহনকারী একটি ট্রাক আটক করা হয়। জব্দকৃত এসব সমাগ্রির আনুমানিক বাজারমূল্য তিনকোটি আটলাখ আট হাজার টাকা।
বিজিবি কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ জানান, জব্দকৃত মালামাল কাস্টমস এ জমা করা হবে।