মির্জাপুরে নারী ক্রেতাদের পর্নোগ্রাফি তৈরি, দোকানি গ্রেপ্তার


Jan 2025/Feb 2025/4-1741963714.webp

মির্জাপুরে নিত্যপণ্য কিনতে আসা নারীদের ছবি কৌশলে মোবাইল ফোনে ধারণ করে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে সোলাইমান মৃধা শিশির নামে এক দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে ফতেপুর ইউনিয়নের শুভুল্যা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবক শুভুল্যা গ্রামের বেলায়েত মৃধার ছেলে।

পুলিশ জানায়, শুভুল্যা গ্রামে সোলাইান মৃধার একটি মুদি দোকান রয়েছে। সেখানে নিত্যপণ্য কিনতে আসা নারীদের ছবি গোপনে তার মোবাইল ফোনে ধারণ করে। এসব ছবি এডিট করে পর্নোগ্রাফি তৈরি করে দীর্ঘদিন ধরে নারীদের ব্ল্যাকমেইল করে আসছিল সে। গত বৃস্পতিবার সন্ধ্যায় ওই এলাকার এক নারী তাঁর প্রতিবেশীর মাধ্যমে জানতে পারেন সোলইমান তাঁর ছবি গোপনে মোবাইল ফোনে ধারণ করেছে। পরে সেই ছবি এডিট করে পর্নোগ্রাফি তৈরি করে ফেসবুকে পোস্ট করেছে এবং অনেকের মেসেঞ্জারেও পাঠিয়েছে। এ কথা শুনে পরিবারের সদস্যদের নিয়ে ওই নারী সোলাইমানের বাড়িতে গিয়ে প্রতিবাদ জানান। এতে সোলাইমান ক্ষিপ্ত হয়ে তাদের উল্টো ভয়ভীতি প্রদর্শন করে। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা সোলাইমানকে আটক করে পুলিশে সোপর্দ করে।

শুক্রবার সকালে ভুক্তভোগী এক নারী বাদী হয়ে সোলাইমান মৃধা শিশিরের বিরুদ্ধে মির্জাপুর থানায় মামলা করেন। এ মামলায় সোলইমানকে গ্রেপ্তার দেখিয়ে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মির্জাপুর থানার ওসি মোশারফ হোসেন বলেন, গ্রেপ্তার সোলাইমান মৃধা শিশির ওই এলাকার কয়েকজন নারীকে ব্ল্যাকমেইল করেছে বলে জানা গেছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×