লক্ষ্মীপুরে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর


March25 Naeem/IMG_20250314_143300.jpg

লক্ষ্মীপুরের রায়পুরে এবার সরস্বতী প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে রায়পুর শ্রী শ্রী মহামায়া মন্দিরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মন্দিরের ভেতর ভাঙ্গাচোরা প্রতিমা দেখতে পেয়ে পুরোহিত স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনকে জানান। খবর পেয়ে তারা এসে দেখেন, প্রতিমা ভাঙ্গা অবস্থায় আছে।

মন্দিরের সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখে কাপড় বাঁধা এক যুবক মন্দিরে প্রবেশ করে প্রতিমা ভেঙ্গে চলে যায়। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

মন্দির কমিটির সভাপতি রবীন্দ্র কর্মকার বলেন, মন্দিরের ভেতর প্রতিমা ভাঙচুর করা হয়েছে। এক যুবকের মুখে রুমাল বাঁধা ছবি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ঘটনার সিসিটিভির ফুটেজ পাওয়া গেছে। কে বা কারা কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা বের করার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে। সিসিটিভিতে শনাক্ত যুবককে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×