বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা


March25 Naeem/child-rape-1742018287.webp

বগুড়ার কাহালুতে ৬ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নুর ইসলাম নামে একজনের বিরুদ্ধে মামলা হয়েছে। 

স্বজনদের অভিযোগ, সেখানকার একটি আবাসন প্রকল্পের বাসিন্দা নুর ইসলাম নিজ বাড়িতে ডেকে নিয়ে ওই দুই শিশুকে ধর্ষণ করে। এ ঘটনার পর থেকেই নুর ইসলাম পলাতক রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া কাহালু থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান। 

মামলা সূত্রে জানা যায়, বুধবার শিশু দুইটি বাড়ির সামনে খেলছিল। এ সময় মুখরোচক খাবার দেওয়ার প্রলোভনে তাদের নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে নুর ইসলাম। পরদিন বৃহস্পতিবার ধর্ষণের শিকার দুই শিশু অসুস্থ হয়ে পড়লে পরিবার বিষয়টি টের পায়। এরপর অভিযুক্ত নুর ইসলাম এলাকা ছেড়ে পালিয়ে যায়। শুক্রবার রাতে পুলিশ খবর পেয়ে ভুক্তভোগী দুই শিশুকে হেফাজতে নেয়।

আশ্রয়ন প্রকল্পের কয়েকজন বাসিন্দা জানান, গত বছরও নুর ইসলাম এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে। তখন স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়। আর কখনও এ ধরনের কাজ করবে না বলে মুচলেকা দিয়েছিল।

কাহালু থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান জানান, দুই শিশু ধর্ষণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে নুর ইসলামকে আসামি করে মামলা হয়েছে। তাদের চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ভিকটিম সাপোর্ট সেন্টারে নেওয়া হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×