চিরকুট লিখে প্রাণ দিলো ইভটিজিংয়ের শিকার কিশোরী


March25 Naeem/potu-20250315123222.jpg

পটুয়াখালীর বাউফলে ইভটিজিংয়ের শিকার হয়ে আত্মহত্যা করেছে এক কিশোরী। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার শৌলা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ওই কিশোরীর নাম নাজনিন জাহান কুমকুম।

পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই স্কুলে আসা-যাওয়ার পথে কুমকুমকে উত্ত্যক্ত করতো একই বিদ্যালয়ের আরেক শিক্ষার্থী। বিষয়টি ওই ছাত্রের চাচা ও স্কুল কর্তৃপক্ষকে জানায় ভুক্তভোগীর পরিবার। এতে ক্ষুব্ধ হয়ে কুমকুম ও তার আরেক সহপাঠীর ছবির সঙ্গে নোংরা মন্তব্য লিখে ফেসবুকে ছড়িয়ে দেয় ওই ছাত্র। বিষয়টি জানার পর চিরকুট লিখে আত্মহত্যা করে কুমকুম।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, এ ঘটনায় একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এখনও লিখিত অভিযোগ করেনি ভুক্তভোগী পরিবার। তবুও এ বিষয় গুরুত্ব দিয়ে কাজ করছে পুলিশ। অভিযুক্তকে গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×