চট্টগ্রামে সিপিবির বিক্ষোভ সমাবেশ


March 2025/CPB protest.jpg

সারাদেশে অব্যাহত ধর্ষণ, খুন, নৈরাজ্য, সন্ত্রাস ও বিচারহীনতার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলা শাখা। সমাবেশ থেকে দেশে ক্রমবর্ধমান অপরাধ ও মব সন্ত্রাসের প্রেক্ষিতে সরকারের নির্লিপ্ত ভূমিকার উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

শনিবার (১৫ মার্চ) বিকেলে চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেস মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহার সভাপতিত্বে ও জামাল উদ্দীনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী, সিপিবি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, রেখা চৌধুরী, প্রীতম চৌধুরী ও নাবিলা তানজিনা।

সমাবেশে সিপিবির নেতারা বলেন, ‘সারাদেশে ধর্ষণ, খুন, সন্ত্রাসের যেন মহোৎসব চলছে। নারী ও শিশুর প্রতি সহিংসতা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। মাগুরার শিশু আছিয়ার আক্রান্ত হওয়া ও মৃত্যু আমাদের লজ্জিত ও অপরাধী করে দেয়। বরগুনার আমতলীতে মেয়েকে ধর্ষণের মামলা করায় মন্টু দাস নামে একজনকে খুন করা হয়েছে। প্রতিদিন পত্রিকার পাতা খুললে আমাদের শিউরে উঠতে হয়। রক্তাক্ত অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে এমন ঘটনা, এমন মৃত্যু কীভাবে ঘটে চলেছে, এটা আমাদের প্রশ্ন।’

তারা আরো বলেন, ‘শুধু খুন-ধর্ষণ নয়, আমরা দেখতে পাচ্ছি এর সঙ্গে যোগ হয়েছে মব সন্ত্রাসের মতো অপরাধ। সংঘবদ্ধ চক্র যেখানে যেভাবে পারছে, আইন হাতে তুলে নিচ্ছে। এ ধরনের ঘটনা প্রতিরোধে আমরা সরকারের কাছ থেকে প্রত্যাশিত কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না, বরং সরকার যেন নির্লিপ্ত ভূমিকা পালন করছে বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। এতে জনমনে ক্ষোভ সৃষ্টি হচ্ছে। সারাদেশে অব্যাহত ধর্ষণ, খুন, নৈরাজ্য, সন্ত্রাস প্রমাণ করে দেশ পরিচালনায় অন্তর্বর্তী সরকার ব্যর্থ হচ্ছে।’

সিপিবির নেতারা বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে বলতে চাই- খুন, ধর্ষণ, নৈরাজ্য, মব সন্ত্রাসের এ বাংলাদেশ আমরা আর দেখতে চাই না। অতিদ্রুত ন্যূনতম সংস্কার সম্পন্ন করে নির্বাচন দেন। একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারই পারবে দেশকে স্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে যেতে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×