আগামী নির্বাচনে কল্যাণ রাষ্ট্র গঠন না করে ঘরে ফিরবো না: আতাউল্লাহ আমীন
- মাদারীপুর প্রতিনিধি
- প্রকাশঃ ১১:২১ এম, ১৬ মার্চ ২০২৫
বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন বলেছেন, বিগত ১৫/১৬ বছর শেখ হাসিনা বাংলাদেশকে শোষণ করেছে, বাংলাদেশের মানুষকে অন্যায়ভাবে হত্যা ও জুলুম করেছে। ফাঁসি দিয়ে ইসলামী নেতৃবৃন্দকে হত্যা করেছে। আলেম ওলামায়েদের জঙ্গী নাটক সাজিয়ে ফাঁসির কাষ্টে ঝুলিয়েছে। সেই অবস্থা থেকে আমরা ১৫/১৬ বছর সংগ্রাম করেছি, জেল খেটেছি, জীবন দিয়ে সংগ্রাম করে ফ্যাঁসিবাদকে মুক্ত করেছি। আজকে বাংলাদেশের মানুষ নতুন একটা কল্যাণ ও তাকওয়া ভিত্তিক রাষ্ট্রের জন্য অপেক্ষা করছে। তিনি শনিবার (১৫ মার্চ) বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস মাদারীপুর জেলা শাখা আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি আরো বলেন, এদেশের মানুষ তৌহিদ ভিত্তিক ও তাকওয়া ভিত্তিক রাষ্ট্র গঠন করতে চায়। বাংলাদেশ খেলাফত মজলিস ব্যক্তি জীবনে তাকওয়া যেমন চায়, তেমনি সমাজ, পরিবারেও তাকওয়া চায়, রাষ্ট্রেও তাকওয়া চায়। এজন্য একটি আদর্শ নেতৃত্ব গঠন করতে হবে। আমীন বলেন, বাংলাদেশে ইসলামপন্থী সকল রাজনৈতিক দল আজকে ঐক্যবদ্ধ। আমরা কোন তন্ত্রমন্ত্র দেখতে চাই না। আমরা ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকবো। আগামী নির্বাচনে কল্যাণ রাষ্ট্র গঠন না করে ঘরে ফিরবো না।
মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা হাবীব আহমাদ চৌধুরী’র সভাপতিত্বে ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল ও প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশিদ ভূইয়া।
মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মিসবাহুল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা মাওলানা জাহিদুল আলম খান ও মুফতী জামাল উদ্দিন খানসহ অন্য নেতৃবৃন্দ।