মাগুরার সেই শিশুর পরিবারের দায়িত্ব নেবেন জামায়াত আমির


March25 Naeem/jamayat-amir-jnsva-protret-1742017730.webp

পাশবিক নির্যাতনের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা মাগুরার আট বছরের সেই শিশুটির পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।

রোববার (১৬ মার্চ) দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়। নিজের ভেরিফায়েড আইডিতেও এ তথ্য জানিয়েছেন জামায়াত আমির। প্রায় ৮ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গত ১৩ মার্চ সেই শিশুটির মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয় মানুষজন একদিকে যেমন শোকার্ত, অন্যদিকে বিক্ষুব্ধ হয়েছেন। দ্রুত বিচারের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করার জন্যও দাবি জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এর মধ্যেই শিশুটির পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন জামায়াতে ইসলামীর আমির।

পোস্টে তিনি লেখেন, মাগুরার শিশুর পরিবার নিতান্তই একটি অসহায় পরিবার। তার পিতা একজন মানসিক রোগী। এ পরিবারে অন্য কোনো পুরুষ সদস্য নেই। মানবিক কারণে এ পরিবারের দায়িত্ব মহান আল্লাহর ওপর ভরসা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইনশাআল্লাহ নিচ্ছে।

তিনি আরও লিখেছেন, ইতোমধ্যে মজলুম এই পরিবারের সদস্যবৃন্দকে তা অবহিত করা হয়েছে। সবার কাছে দোয়ার আবেদন, আল্লাহ তা'য়ালা যেন সঠিকভাবে এ দায়িত্ব পালনে আমাদের তাওফিক দান করেন। আমিন।

এর আগে ১৫ মার্চ সকালে ড. শফিকুর রহমান মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় শিশুটির বাড়িতে গিয়েছেন। তিনি ওই বাড়িতে গিয়ে শিশুটির মৃত্যুর ঘটনার দ্রুত বিচার চান। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×