শেখ তন্ময়ের রাইট হ্যান্ড তানজিল গ্রেফতার


March25 Naeem/tonmoy-20250316142638.jpg

খুলনার শেখ বাড়ির শেখ তন্ময়ের রাইট হ্যান্ড তানজিল মুন্সিকে (৪০) গ্রেফতার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার (১৫ মার্চ) রাত আনুমানিক পৌনে ১২টায় নগরীর নিউ মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তানজিল মুন্সির বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, তানজিল মুন্সি (৪০) বাগেরহাট জেলার মোল্লাহাটে শেখ তন্ময়ের রাইট হ্যান্ড হিসেবে কাজ করতেন। চাঁদাবাজি, ঘের দখল এবং জমি দখলসহ একাধিক অপকর্মের সঙ্গে জড়িত তিনি। শেখ তন্ময়ের আশীর্বাদে তানজিল মুন্সি মোল্লাহাটের চুনখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হন। চেয়ারম্যান হওয়ার পর থেকে খুলনার শেখ বাড়িতে তার আধিপত্য বিস্তার শুরু করেন।

গত বছরের ১৪ সেপ্টেম্বর গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর গাড়িবহরে লোকজন নিয়ে হামলা করেন তানজিল মুন্সি। ওই হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হন।

পুলিশ সূত্র জানায়, তানজিল মুন্সী (৪০) মোল্লাহাট যুবলীগের সভাপতি এবং চুনখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সে মোল্লাহাটের শোলাবাড়ি এলাকার নোয়াব আলীর ছেলে। তানজিলের বিরুদ্ধে একাধিক অভিযোগ এবং মামলা রয়েছে। কিছুদিন যাবৎ তিনি খুলনায় কয়েকটি গোপন মিটিং করেন। লোকজন নিয়ে পুনরায় কোনো অরাজকতা সৃষ্টির চেষ্টা করছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গোয়েন্দা পুলিশ তাকে নিউ মার্কেট এলাকা থেকে গ্রেফতার করে। তানজিলের বিরুদ্ধে খুলনা সদর এবং মোল্লাহাট থানায় একাধিক মামলা রয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিবি) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, তানজিল মুন্সি একাধিক মামলার আসামি। তার বিরুদ্ধে খুলনা ও মোল্লাহাট থানায় মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×